https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। ঢাকায় পা রাখার আগে একপ্রকার হুঙ্কার দিয়েই কথা বললেন রশিদ খান।
বাংলাদেশ সফরের জন্য ঘোষিত আফগানিস্তান দলের অধিনায়ক করা হয়েছে রশিদ খানকে। টেস্ট এবং তি-২০ দুই ফরম্যাটের ই বর্তমান অধিনায়ক তিনি। সারা বিশ্বে ক্রিকেটাএর ফেরি করে বেড়ানো রশিদ খান নিজেকে শাণিত করলেও সাদা পোশাকে এখনও নবীন তারা। তবে নবীন হলেও বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই আসছে তারা এমনটা জানিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।
রশিদ বলেন, ‘ফলাফল নিয়ে আমরা ভাবছি না। দল হিসেবে খেলে আমরা আমাদের শতভাগ দিতে চাই, অনুশীলন কিংবা মূল ম্যাচে। প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় টেস্টে আমরা ভালো খেলেছিলাম। আমরা প্রতি ম্যাচ থেকেই ইতিবাচকতা খুঁজেছি। বাংলাদেশে শক্তিশালী দল নিয়েই যাচ্ছি আমরা। আমাদের দলে অভিজ্ঞ ও তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি ইব্রাহিম জাদরান বাংলাদেশ ‘স’ দলের বিপক্ষে ভালো করেছে। সামনেও সে ভালো করতে পারবে। আমাকে সহায়তা করার জন্য মাঠে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছে। তাদেরকে দলে পাওয়া সত্যিই অনেক ভালো ব্যাপার। অধিনায়কত্ব সহজ না হলেও আমি ক্রিকেটেই মনোযোগ রাখছি।’