বাংলাদেশ সফরকে না বলেছেন ওয়েস্ট ইন্ডিজের ‘১২’ ক্রিকেটার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকালই বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে দেখা গেছে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ ১০ ক্রিকেটার। সাথে ব্যক্তিগত কারণে খেলতে আসছেন না আরও ২ ক্রিকেটার। মোট ১২ জন ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ঘোষিত স্কোয়াডে নেই এক ঝাঁক পরিচিত মুখ, যার ফলে একেবারে অনভিজ্ঞদের দিয়ে সাজিয়েছে দল।

করোনা পরিস্থিতির কারণে যারা সফর থেকে নাম প্রত্যাহার করেছেন তারা হলেন- অধিনায়ক জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ার ও নিকোলাস পুরান। এছাড়া ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ান ফাবিয়ান অ্যালেন ও শেন ডওরিচ।

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের প্রধান নির্বাচক রজার হার্পারের আশাবাদ, এতজন অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতি নতুনদের জন্য ভালো সুযোগ হিসেবে কাজ করবে। তিনি বলেন,’‘বাংলাদেশ সফর কখনো সহজ নয়, কারণ তারা নিজেদের দেশে অনেক ভালো খেলে। দুই ফরম্যাটেই বেশ কয়জন সিনিয়র ক্রিকেটার দলে নেই। আমি আশা করি আমাদের দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে।’’

একনজরে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড

টেস্ট : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডে সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রায়মন রেইফার ও জোমেল ওয়ারিকান।

ওয়ানডে : জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কজর্ন অটলে, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, রোমারিও শেফার্ড ও হায়ডেন ওয়ালশ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »