বাংলাদেশ-শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলমান আইসিসি বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সূচী অনুযায়ী আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ জুলাই।

এদিকে বিগত এপ্রিলে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার পর এই সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। এরপর মে মাসে কলম্বোতে নিরাপত্তা দল পাঠানোর পর, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগেই সোমবার শ্রীলঙ্কান বোর্ড সফরের দিনক্ষণ প্রকাশ করেছে। পরে অবশ্য বিসিবির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে সফরের কথা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »