বাংলাদেশ- শ্রীলঙ্কার কারণে ওয়েস্ট ইন্ডিজের ক্ষতি প্রায় ১৮০ কোটি টাকা!

নিউজ ডেস্ক »

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালে ঘরের মাঠে  ২টি সিরিজ খেলেছিলো ওয়েস্ট ইন্ডিজ৷  ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ( সিডব্লিউআই) দাবি করছে তাদের এই সিরিজ দুইটি থেকে ক্ষতি প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

২০১৮ সালের বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সম্প্রচারসত্ত্ব থেকে বড় অঙ্কের অর্থ পাওয়ার কথা ছিলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু তাদের প্রায় ১০ লাখ ডলারেরও বেশি অর্থ কম আয় হয়েছে তাদের এই সিরিজ থেকে। এই তথ্য গুলো নিশ্চিত করেন তাদের  প্রধান বোর্ড নির্বাহী জনি গ্রেভ।

তিনি বলেন, ‘ আমরা ২০১৮ সালে ঘরের মাঠে যখন তাদের আমন্ত্রণ জানাই, সে সময় আমাদের প্রায় ২ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতি হয় (বাংলাদেশী টাকায় ১৮৬ কোটি টাকা)।  টিভিসত্ত্ব থেকে আমরা প্রায় ১০ লাখ ডলার কম পেয়েছি। সেখান থেকে আররো বেশি পাওয়া কথা ছিল।’

এইদিকে করোনা ভাইরাসের কারণে এখন সব ধরণের ক্রিকেট বন্ধ। ওয়েস্ট ইন্ডিজেরও একই অবস্থা। তাদের ঘরোয়া লিগ বন্ধ। নেই কোনো আয়। যার কারণে খেলোয়াড়দের ৪ মাস ধরে ম্যাচ ফি দিতে পারছেনা তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে গত জানুয়ারীতে তারা ঘরের মাঠে ৩টি টি-টুয়েন্টি আর ৩টি- ওয়ানডে খেলেছিলো। এরপর ঘরের মাঠে ফেব্রুয়ারিতে  শ্রীলঙ্কার সাথে ৩টি ওয়ানডে আর ২টি  টি-টুয়েন্টি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।  যার ম্যাচফি এখনো পায়নি খেলোয়াড়রা।

এই ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েসনের সেক্রেটারি ওয়াইন লুইস জানিয়েছেন করোনা ভাইরাসের  প্রভাবে এই সমস্যা তৈরী হয়েছে। তবে করোনা কেটে গেলে সব সমস্যা কেটে যাবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়ঃ১.২০ পি এম

নিউজক্রিকেট২৪/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »