বাংলাদেশ-ভারত ম্যাচে দুই দলের সম্ভাব্য সেরা একাদশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ দল ইতোমধ্যে খেলেছে ৭টি ম্যাচ। যেখানে টাইগারদের পয়েন্ট রয়েছে ৭। সমান সংখ্যক ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ১১। এখন পর্যন্ত চূড়ান্তভাবে সেমি ফাইনাল নিশ্চিত হয়েছে কেবল অস্ট্রেলিয়ার। ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে সেমি ফাইনাল নিশ্চিত হবে তাদের। এদিকে বাংলাদেশ দল জয় পেলে টিকে থাকবে সেমি ফাইনালে খেলার স্বপ্ন।

এই ম্যাচে দুই দলেই পাওয়া গেছে পরিবর্তনের আভাস। বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে আসতে পারেন সাব্বির রহমান হোসেন। অন্যদিকে উইকেট বিবেচনায় একাদশে যুক্ত হতে পারেন রুবেল। সেক্ষেত্রে একাদশের বাইরে চলে যেতে হবে মেহেদী হাসান মিরাজকে।

ভারতের একাদশে অন্তর্ভূক্তি হতে রবীন্দ্র জাদেজার। বাংলাদেশেরবিপক্ষে বেশ সফল এই অলরাউন্ডারকে পরখ করে দেখা হতে পারে আজকের ম্যাচে।

এক নজরে দুই দলের সম্ভাব্য সেরা একাদশ

বাংলাদেশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারতঃ রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশাব পান্ত, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »