বাংলাদেশ-ভারত নতুন দ্বৈরথ ও ছোট বড় যত রেকর্ড

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

নাসিফুল হাসান সৌমিকঃ আগামী ২ জুলাই মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার দুই পরাশক্তি বাংলাদেশ ও ভারত। আজকের এ লেখায় তুলে ধরবো এই দুই দলের দ্বৈরথ ও তাদের মধ্যকার খুঁটিনাটি ছোট বড় সকল রেকর্ড নিয়ে।

বর্তমান ক্রিকেট বিশ্বে ভারত অন্যতম শক্তিশালী একটি দল। তাদের রয়েছে বিশ্বমানের ব্যাটসম্যান, পেসার ও স্পিনার। এশিয়াতে একটা সময় ছিলো যখন ভারতের সাথে বাংলাদেশের লড়াই মানেই একপেশে ভারতের জয়। তবে বর্তমানে দিন বদলে গিয়েছে। আগে ভারত-শ্রীলংকা বা‌ ভারত-পাকিস্তান লড়াইয়ে সকলের আলাদা আকর্ষণ থাকতো। তবে বর্তমানে এ দৃশ্যপট বদলেছে এশিয়াতে এখন বাংলাদেশ-ভারত লড়াইকে এখন উপভোগ করে সবাই। স্বয়ং‌ ভারতের অনেক ক্রিকেট ভক্তরা এ কথা বলেছে‌ তারা‌ ভারত-পাকিস্তান নয় বরং বাংলাদেশ-ভারত লড়াই উপভোগ করে বেশি। আর বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের নিয়ে যাচ্ছে অন্য উচ্চতায়। এখন আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে লড়াই করি ভবিষ্যতে হয়তো আমরা ভারতের সাথে জয় খুব সহজে তুলে নিতে পারবো। অর্থাৎ বাংলাদেশ-ভারত ক্রিকেট বিশ্বে নতুন দ্বৈরথ সৃষ্টি হয়েছে। আর এই দ্বৈরথ বাংলাদেশ দল তাদের খেলার মাধ্যমে সৃষ্টি করেছে।

এবার আমরা দেখাবো ভারত-বাংলাদেশের মধ্যকার ম্যাচে ঘটা ছোট বড় সকল‌ রেকর্ড:

দলীয় সর্বোচ্চ: ভারত: ৩৭০/৪, ঢাকা ( ১৯ ফেব্রুয়ারি ২০১১) বাংলাদেশ: ৩০৭/১০, ঢাকা ( ১৮ জুন ২০১৫)

দলীয় সর্বনিম্ন: বাংলাদেশ: ৫৮/১০, ঢাকা ( ১৭ই জুন ২০১৪) ভারত: ১০৫/১০, ঢাকা ( ১৭ই জুন ২০১৪)

সর্বোচ্চ জয়( রানে ): ভারত: ২০০ রানের জয়, ঢাকা ( ১১ই এপ্রিল ২০০৩) বাংলাদেশ: ৭৯ রানের জয়, ঢাকা ( ১৮ই‌ জুন ২০১৫)

সর্বোচ্চ জয় ( উইকেটে ): ভারত: ৯ উইকেটে জয়, চট্টগ্রাম ( ২৭ অক্টোবর ১৯৮৩) বাংলাদেশ: ৬ উইকেটের জয়, ঢাকা ( ২১ জুন ২০১৫)

ছোট জয় ( রানে ): ভারত: ১১ রানে, চট্টগ্রাম ( ২৩ ডিসেম্বর ২০০৪) বাংলাদেশ: ১৫ রানে, ঢাকা ( ২৬ ডিসেম্বর ২০০৪) ছোট জয় ( উইকেটে ): ভারত: ৩ উইকেটে, দুবাই ( ২৮ সেপ্টেম্বর ‌২০১৮) বাংলাদেশ: ৫ উইকেটে, পোর্ট অফ স্পেন ( ১৭ই মার্চ ২০০৭ )

সর্বোচ্চ অতিরিক্ত রান: বাংলাদেশ: ৩৭ রান, কলোম্বো ( ২১ জুলাই ২০০৪) ভারত: ২৫ রান, ডাম্বুলা ( ১৬ই জুন ২০১০ )

সর্বোচ্চ রান: বিরাট কোহলি, ভারত ( ১১ ম্যাচ ৬৫৪ রান ) বাংলাদেশীদের মধ্যে মুশফিকুর রহিম ( ২১ ম্যাচ ৬০৪ রান )

ব্যাক্তিগত সর্বোচ্চ স্কোর: বিরেন্দ্র শেবাগ- ১৭৫ রান, ঢাকা ( ১৯ ফেব্রুয়ারি ২০১১) বাংলাদেশীদের মধ্যে লিটন কুমার দাস- ১২১ রান, দুবাই ( ২৮ সেপ্টেম্বর ২০১৮)

সর্বোচ্চ গড়: বিরাট কোহলি- ৮১.৭৫ বাংলাদেশীদের মধ্যে মুশফিকুর রহিম- ৩৫.৫২

সর্বোচ্চ স্ট্রাইক রেট: বিরেন্দ্র শেবাগ- ১২৪.১৯ বাংলাদেশীদের মধ্যে তামিম ইকবাল- ৮৫.৫৪

সর্বোচ্চ হাফ সেঞ্চুরি: সাকিব আল হাসান- ৭টি ভারতীয়দের মধ্যে বিরাট কোহলি- ৬টি

সর্বোচ্চ সেঞ্চুরি: বিরাট কোহলি- ৩টি বাংলাদেশীদের মধ্যে অলক কাপালী, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস ১টি করে সেঞ্চুরি করেছেন

সর্বোচ্চ ডাক: মোহাম্মদ রফিক- ৩ বার ভারতীয়দের মধ্যে রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি- ২ বার করে।

সর্বোচ্চ ছক্কা: সৌরভ গাঙ্গুলী- ১৬ টি বাংলাদেশীদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা- ১৪ টি

সর্বোচ্চ উইকেট: মাশরাফি বিন মর্তুজা- ২৩টি ভারতীয়দের মধ্যে অজিত আগারকার- ১৬টি

বেষ্ট বোলিং ফিগার: স্টুয়ার্ট বিনি: ৪.৪ ওভারে ২টি মেইডেন ৪ রান দিয়ে ৬টি‌ উইকেট ( ১৭ই জুন ২০১৪ ) বাংলাদেশীদের মধ্যে মোস্তাফিজুর রহমান: ১০ ওভারে কোনো মেইডেন নেই ৪৩ রান দিয়ে ৬টি উইকেট ( ২১ জুন ২০১৫ )

সর্বোচ্চ ৫ উইকেট: মোস্তাফিজুর রহমান- ২ বার ভারতীয়দের মধ্যে জাভাগাল শ্রীনাথ , স্টুয়ার্ট বিনি- ১ বার

সর্বোচ্চ ডিসমিসাল: মহেন্দ্র সিং ধোনি- ৩১টি বাংলাদেশীদের মধ্যে মুশফিকুর রহিম- ২৬টি সর্বোচ্চ ডিসমিসাল এক ইনিংসে: মহেন্দ্র সিং ধোনি ও মুশফিকুর রহিম ৫টি করে মহেন্দ্র সিং ধোনি- ২৭ ডিসেম্বর ২০০৪, ঢাকা মুশফিকুর রহিম- ১৮ই জুন ২০১৫,‌ঢাকা

সর্বোচ্চ ক্যাচ: নাসির হোসেন- ৭টি ভারতীয়দের মধ্যে শিখর ধাওয়ান- ৬টি

সর্বোচ্চ ব্যাটিং জুটি: বিরাট কোহলি ও অজিনকিয়া রাহানে ৩য় উইকেট জুটি ২১৩ রান, ফতুল্লা ( ২৬ ফেব্রুয়ারি ২০১৪ ) বাংলাদেশীদের মধ্যে আনামুল হক‌ বিজয় ও মুশফিকুর রহিম ৩য় উইকেট জুটি ১৩৩ রান, ফতুল্লা ( ২৬ ফেব্রুয়ারি ২০১৪ )

এই‌ রেকর্ড যার পক্ষে বিপক্ষে কথা‌ বলুক না কেন নির্দিষ্ট দিনে যে সবচেয়ে বেশি ভালো খেলবে সেই‌ জয় পাবে। আমাদের ১৬ কোটি মানুষের একটি চাওয়া বাংলাদেশ দল ২রা‌ জুলাই ভারতের সাথে সেরা‌ খেলাটাই খেলবে এবং সেমি ফাইনালের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »