বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের সূচী চূড়ান্ত করলো পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি২০ বিশ্বকাপে সুপার এইটে খেলতে পারেনি সাবেক চ্যাম্পিয়ণ পাকিস্তান। অপরদিকে বাংলাদেশ দল সুপার এইটে খেললেও সুপার এইটে কোন ম্যাচ জয়লাভ করেনি। এক ম্যাচে সমীকরণ মিলিয়ে জিতে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও পারেনি বাংলাদেশ।

 

টি২০ বিশ্বকাপ শেষে এবার পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। বিসিবি থেকে সিরিজের পূর্ণাঙ্গ সূচি নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু না জানালেও পাকিস্তানী মিডিয়া পিসিবি চেয়ারম্যানের মন্তব্যের মাধ্যমে নিশ্চিত করেছে আগামী আগষ্ট মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। এটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভূক্ত সিরিজ। পাকিস্তান দলকে এই সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদ। তিনি শেষ অস্ট্রেলিয়া সফরেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

 

দুই টেস্ট ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে আগামী ২১ আগষ্ট। ২য় ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগষ্ট। ম্যাচের তারিখ নির্ধারণ করা হলেও ভেন্যু এখনো নিশ্চিত করা হয়নি। তবে মুলতান, করাচি অথবা রাউওয়ালা পিন্ডির মধ্যে যেকোন ২টি ভেন্যুতে হতে পারে ম্যাচ দুটি।

 

এর আগে ২০২১ সালে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের ১ম ম্যাচ খেলেই কোভিড ইস্যুতে দেশে ফিরে বাংলাদেশ। ফলে ২০০৩ সালের পর আর কখনোই পাকিস্তানের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলেনি টাইগাররা। এবার ২০০৩ সালের পর পাকিস্তানের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »