নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুইটি তিন ম্যাচের সিরিজ ও তিন একদিনের ম্যাচের সিরিজ খেলতে আজ রাতেই পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দল। আসন্ন সফরকে সামনে রেখো আজ বিকেলে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পাকিস্তান সফর না হওয়ার আশঙ্কা ছিলো ক্রিকেট প্রেমীদের মাঝে। তবে গতকাল কোচ মিজানুর রহমান বাবুলের কথায় কিছুটা সবুজ সংকেতের আভাস মিললেও একমত হওয়ার সুযোগ ছিলো না। বিষয়টি আজ দুপুরে পরিষ্কার করেছেন প্রধান নির্বাহী। আসন্ন সফরের জন্য টিকেট ম্যানেজ করে রাখা হয়েছিলো আগেই তবে অপেক্ষা ছিলো সম্পূর্ণ সবুজ সংকেতের।
গতকাল সাংবাদিকদের মুখোমুখি হলে হেডকোচ বাবুল বলেন, ‘ওদের দেখে আমার মনে হয়েছে পাকিস্তান সফরের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত নয়। তাদেরকে আমি দুচিন্তা করতে দেখিনি। তাদের দেখে মনে হচ্ছিলো তারা খেলতে যাচ্ছে, ভালো খেলতে হবে এমন কিছুই ভাবছে। নিরাপত্তা দিবে তাদের মাথায় কোন দুচিন্তা নেই।’
সফরে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ময়াচ খেলতে বাংলাদেশ অনুর্ধ্ব ১৬ দল। ২৭ -২৯ তারিখ অনুষ্ঠিত হবে প্রথম তিন দিনের ম্যাচটি আর ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর হবে দ্বিতীয় তিন দিনের ম্যাচ। ৪ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৪, ৬,৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ তিনটি। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।
বাংলাদেশ অনুর্ধ্ব ১৬ দলের স্কোয়াড:
নাইম আহমেদ ( অধিনায়ক) , তানভির আলম, রেদওয়ান হোসেন, আমির হোসেন, অনিক চাকি, মাজহার হক, তৌহিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, আরাফাত ইসলাম, আহসান হাবিব, শামসুল ইসলাম, লিমন হোসেন, মুশফিক হাসান, আহমেদ শরীফ, আশিকুর জামান।