https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপের এবারের আসরে অফিশিয়াল ব্রডকারস্টার ভারতের খেলাভিত্তিক টিভি নেটওয়ার্ক স্টার স্পোর্টস। ভারতীয় দলের ব্রডকাস্ট পার্টানার হিসেবেও রয়েছে তারা।
ভারতের সকল ধরনের ক্রিকেট ম্যাচ পরিচালনার পাশপাশি ক্রিকেটারদের সাথেও তাদের সম্পর্কের গভীরতা রয়েছে বেশ।
এদিকে প্রতি বিশ্বকাপে তো বটেই বিভিন্ন সিরিজের সময়ও ভারত ক্রিকেট দলের সমর্থনে বিজ্ঞাপন বানিয়ে থাকে তারা। এবারের বিশ্বকাপেও ব্যতিক্রম হয়নি তার। বিশ্বকাপ শুরুর আগেই স্টার স্পোর্টস তাদের বিজ্ঞাপন বানিয়ে তোপে পড়ে ভারতীয় ক্রিকেট ভক্তদেরই। এবার বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে বিজ্ঞাপনে চরম অপমান করা হয়েছে দুই দলকেই।
স্টার স্পোর্টসের প্রকাশিত ওই বিজ্ঞাপনে দেখা যায় বাংলাদেশ এবং পাকিস্তান ভাই ভাই। পাকিস্তানকে বাংলাদেশ বলছে , ‘সপ্তমবারের মত ভারতের বিপক্ষে ম্যাচের জন্য শুভ কামনা।’ জবাবে পাকিস্তান বাংলাদেশকে বলে , ‘লেগে থাকতে হবে ভাই। একবার না একবার জয় আসবেই। এমনটা বলতো বাবা।’ ঠিক তখনই ভারতের জার্সি পরিহিত ব্যক্তি বলে ওঠে, ‘আমি কখন বললাম?’
এই বিজ্ঞাপনের দ্বারা বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতের ছেলে হিসেবেই দেখানো হয়েছে।
অন্যদিকে স্টার স্পোর্টসের এই বিজ্ঞাপন নিয়ে তুমুল সমালোচনায় মেতেছেন খোদ ভারতীয়রাই। সামাজিক মাধ্যম টুইটারে সবাই এক হাত নিচ্ছেন স্টার স্পোর্টকে।
দেখে নেয়া যাক উল্লেখযোগ্য কিছু টুইট-
https://twitter.com/StarSportsIndia/status/1137649283195445249
Star Sports peddled this crude video patronising Pakistan & Bangladesh as the “sons” of India. We are better off without sexist/offensive analogies. This mentality is an insult to the millions of women who suffered due to patriarchy in 1947 & the 1971. pic.twitter.com/5T2uZ4sWkQ
— Ammara Ahmad ਅਮਾਰਾ ਅਹਿਮਦ (@ammarawrites) June 9, 2019
Are you setting yourself for another CT embarrassment. Why do you keep doing such moronic and childish things.
— Richard Harris (@HarrisRichard77) June 9, 2019
This is the crappiest advert I've ever seen
— Akshay Sharma (@Kohlify) June 9, 2019
Sorry but this ad is in bad taste. Take sport as a sport only… Why stooping to such low level of thinking!!
— Nishit Joshi (@nijoshi) June 9, 2019
@StarSportsIndia Why was this necessary, cricket is played professionally and you guys creat e all this nonsense simply to escalate the heat between the fans of the two nations.#IndvsPak https://t.co/Fo5rslaFNu
— dheeraj anikar (@deepdhee) June 10, 2019
Please we dont need promos like these.
Stop making promos on the Father Son thing, its gotten old and it is disrespectful.— R❤️ (@Kohlischarms) June 10, 2019
Can we stop with these patronising ads? It is a freaking tournament FFS
— Liberal Mantri (@LiberalMantri) June 9, 2019
Literally speaking this add is too low class. Not expected this from star sports. One need to understand its just a sport and anything can hapoen on a given day. #dissapointed.
— ❤ (@SidharthFan9432) June 9, 2019
https://twitter.com/sohom_pramanick/status/1137727143528488961