নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দল গতকাল শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ শেষ করে আজ দেশে ফিরবে বাংলাদেশ দল। আজ শ্রীলঙ্কার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ফ্লাইট ছিলো বাংলাদেশ দলের। যথাসময়ে বাংলাদেশ দল বোর্ডিংয়ের জন্য উঠলেও নির্ধারিত সময়ে বিমান না ছাড়ায় সকলে চিন্তিত হয়ে পড়েন। এরপর সকাল ৮টায় পাইলট জানায় বিমানের বাম উইংয়ে সমস্যা হয়েছে। বাংলাদেশ দলকে বহনকারী শ্রীলঙ্কা এয়ার লাইন্সের ফ্লাইট ইউএল ১৮৯ এ যে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে তা নিয়ে যদি আকাশে উড়ো তবে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এরপর ত্রুটিপূর্ণ বিমান থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নামিয়ে নেয়া হয়। নতুন ফ্লাইট দেয়া হলেও সেটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ এ ছাড়ার কথা থাকলেও তা দেরী করে ছাড়ে সকাল ১০টা ২০ মিনিটে। এই যান্ত্রিক ত্রুটির জন্য আড়াই ঘণ্টার বেশি সময় লাগে বিমান ছাড়তে। মহান আল্লাহর অশেষ রহমতে এ যাত্রায় বাংলাদেশ দলের খেলোয়াড়েরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল।