নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আফগানিস্তান সিরিজের জন্য সময়সূচি চূড়ান্ত হয়েছে। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এ সিরিজটি মাঠে গড়াবে চলতি বছরের মার্চ-এপ্রিলে। সিরিজে থাকছে চার দিনের ও এক দিনের ম্যাচ।
ভারতের নয়ডায় কোয়ারেন্টাইন মেনেই অনুষ্ঠিত হবে আফগানিস্তান সিরিজের সবগুলো ম্যাচ। এর আগে ভেন্যুতে পৌঁছে ৪ দিন কোয়ারেন্টিন পালন করতে হবে। চার দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে ২১ মার্চ। এক দিনের সিরিজে থাকবে পাঁচটি ম্যাচ। যেগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ এবং ২ ও ৪ এপ্রিল।
একনজরে যুবাদের আফগান সিরিজের সূচি
বিকেএসপিতে ক্যাম্প – ১০-১৩ মার্চ
ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ – ১৫ মার্চ
নয়ডায় কোয়ারেন্টিন পালন – ১৫-১৯ মার্চ
একমাত্র চার দিনের ম্যাচ – ২১-২৪ মার্চ
১ম এক দিনের ম্যাচ – ২৭ মার্চ
২য় এক দিনের ম্যাচ – ২৯ মার্চ
৩য় এক দিনের ম্যাচ – ৩১ মার্চ
৪র্থ এক দিনের ম্যাচ – ২ এপ্রিল
৫ম এক দিনের ম্যাচ – ৪ এপ্রিল