https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ত্রিদেশীয় টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে। তবে ম্যাচ চলাকালেই স্টেডিয়ামের গ্যালারি থেকে আটক করা হয় এক জুয়ারিকে।
টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ইনিংস চলাকালে গ্যালারিতে বসে মুঠোফোনে জুয়ারিদের সাথে যোগাযোগ করতে দেখা যায় আটককৃত ওই ব্যক্তিকে। মোবাইল ফোনে বিডিং করার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন উইনিট (আকসু) আটক করে সেই জুয়ারিকে। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য জুয়ারিকে আকসুর অধীনে নিয়ে যাওয়া হয়। তবে শেষ পর্যন্ত আটককৃত ওই ব্যক্তিকে কি করা হবে সেটা জানা যায়নি।
উল্লেখ্য, মিরপুরে জিম্বাবুয়ের দেয়া ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দল ৩ উইকেটে জয় লাভ করে। তরুণ আফফ হোসেন ধ্রুব’র ব্যাটে চড়ে বাংলাদেশ দল জয়ের উল্লাসে মাতে।