বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচের আগে পরিসংখ্যান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিযে আজ মিরপুরে শুরু হচ্ছে ট্রাই নেশন্স সিরিজ। টি-২০ এই টুর্নামেন্টের অপর দলটি আফগানিস্তান। প্রথম ম্যাচের আগে এক নজরে দেখে নিবো দুই দলের কিছু পরিসংখ্যান।

১. টি-২০ এখন পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এর মধ্যে বাংলাদেশের জয় পাঁচটিতে আর জিম্বাবুয়ের চারটিতে। তবে শেষ দুবারের দেখায় হেরেছিলো বাংলাদেশ, তাও নিজেদের মাঠে!

২. দলীয় সর্বোচ্চ রানের দিকে এগিয়ে জিম্বাবুয়ে। ২০১৬ সালে খুলনায় ১৮৭ রান করে জিম্বাবুয়ে। আর বাংলাদেশের সংগ্রহ ১৬৮ রান।

৩. দলীয় সর্বোচ্চ রানের মতো সর্বনিম্ন রানের রেকর্ডটাও জিম্বাবুয়ের। জিম্বাবুয়ে ১২৩ রান আর বাংলাদেশের ১৩৫ রান।

৪. রানের দিক দিয়ে কিংবা উইকেটের দিক দিয়ে বড় জয় গুলোতে এগিয়ে টাইগাররা। রানের দিক দিয়ে বড় জয় ৪৩ আর উইকেটের দিক দিয়ে ৪। জিম্বাবুয়ের ৩১ রান ও ৩ উইকেট।

৫. ব্যক্তিগত রানের দিক দিয়ে সবার উপরে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা। ৭ ম্যাচে তিনি করছে ৩১৮। সর্বোচ্চ অপরাজিত ৯৩ রান। বাংলাদেশের হয়ে ৭ ম্যাচে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের ১৮৫। তার ইনিংস সর্বোচ্চ ৬৫ রান।

৬. বোলিং এর দিক দিয়ে ব্যক্তিগত নৈপুণ্যে এগিয়ে সাকিব আল হাসান। ৭ ম্যাচে তার ঝুলিতে ১২। ৬ ম্যাচে ১১ উইকেট পেয়ে জিম্বাবুয়ের সফল বোলার গ্রায়েম ক্রেমার।

৭. উইকেটের পিছনে সফল বাংলাদেশের মুশফিকুর রহিম। ৭ ম্যাচে তার ডিসমিসাল ৪টি। যেখানে ক্যাচ দুটি আর স্টাম্পিং ২টি। জিম্বাবুয়ের হলো রিচমন্ড মুতুয়াম্বি। টোটাল ডিসমিসাল ৩টা যার সবকয়টি ক্যাচ।

৮. বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬টি ক্যাচ ধরেছেন সাব্বির রহমান। আর জিম্বাবুয়ের হয়ে ৫টি ধরেছেন ম্যালকম ওয়ালার।

৯. বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় পার্টনারশীপ হলো ১১৯ রানের। শামসুর রহমান আর সাকিব আল হাসান মিলে করেন । আর জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা ও ভূসি সিবান্দা করে ১০১ রান।

পরিসংখ্যান যাই হোক ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। জিম্বাবুয়ের আত্মবিশ্বাসটা বড়িয়ে দিচ্ছে শেষ দু’বারের জয়টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »