https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
পাকিস্তান দলের বর্তমান হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাঠ। মূলত ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলার ঘটনার পর থেকেই আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ক্ষেত্রে নির্বাসনে রয়েছে দেশটি।
এদিকে বিশ্ব একাদশ কিংবা পিএসএলের মত টুর্নামেন্টের কিছু ম্যাচ আয়োজন পাকিস্তানে করা হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য যেতে রাজি নয় কোনো দলই, যে তালিকায় নাম রয়েছে বাংলাদেশেরও। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আশা আগামীতে বাংলাদেশ দল আন্তর্জাতিক সিরিজ খেলতে পাড়ি জমাবে পাকিস্তানে।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘আমরা শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছি। তারা এখানে এসে খেলতে চায়। পাশাপাশি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা করে যাচ্ছি। আমি আশাবাদী পাকিস্তানের দুটি দেশই খেলতে আসবে। পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আমাদের সবাইকে সহায়তা করতে হবে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ দল খেলে গেছে। এখানে পিএসএলের অনেক ম্যাচ আয়োজিত হয়েছে কোনো সমস্যা ছাড়াই।’
বিসিবির সাথে পাকিস্তান সফরের ব্যাপারে আলাপও করছেন তিনি। এমনটা জানিয়ে বলেন, ‘২০০৯ সালে শ্রীলঙ্কা হামলার শিকার হয়েছিল, তারপরও তারা ২০১৭ সালে এখানে টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে। তাদের ব্যাপারটা আসলেই মানবিক দিক দিয়ে আমাদের ভাবতে হচ্ছে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে যাচ্ছি, আশা করি তারা আমাদের ফিউচার ট্যুরস প্রোগ্রামে আশাহত করবে না। আমাদের দুই বোর্ডের আলোচনা খুব ভালো দিকেই এগুচ্ছে।’