নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই দিল্লিতে ভারতের বিপক্ষে জয়ের দেখা পায় বাংলাদেশ। দিল্লির জয়ের পর সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি করেছিল টাইগাররা। কিন্তু নাগপুরে সিরিজ নির্ধারনী ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত সিরিজ হেরে যায় বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটে অন্য দেশের সাথে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট। ভারতের বিপক্ষে ক্রিকেটারদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পরও লড়াইয়ের মানসিকতা মনে ধরেছে হরভজনের। অঘোষিত ফাইনালে হারের পরও টাইগারদের প্রশংসা করে তিনি বলেন, “আমি নিশ্চিত বর্তমানে বাংলাদেশ যেভাবে খেলছে তারা বিশ্বাস করে যেকোন দলের বিপক্ষেই কঠিন লড়াই করতে পারে। দলে যথেষ্ট ভালো ক্রিকেটার রয়েছে। ক্রিকেটাররা এখন বিশ্বাস করে তারাও কোন অংশে অন্যদের চেয়ে কম না। এটিই বাংলাদেশ ক্রিকেটের সৌন্দর্য্য তুলে ধরে। আশা করি তারা এভাবেই ভালো খেলা চালিয়ে যাবে।”
প্রথমবারের মতো গোলাপি বলে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের একটি ম্যাচ খেলবে দিবারাত্রি টেস্ট। সৌরভ গাঙ্গুলির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান হরভজন।
হরভজন বলেন, “দারুণ এক পদক্ষেপ নিয়েছে সৌরভ গাঙ্গুলি। অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল ভারতের দিবারাত্রি টেস্ট খেলা প্রয়োজন। দুই দলই প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে। আমি বিসিবি ও বিসিসিআইকে সাধুবাদ জানাই এ পদক্ষেপ গ্রহণ করার জন্য।”