বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ: রোচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন বাংলাদেশ সফরে করোনার দোহায় দিয়ে শীর্ষ ১২ ক্রিকেটার আসেনি ওয়েস্ট ইন্ডিজ দলের। তবে এই দলে আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ পেসার। এই পেস আক্রমণের নেতৃত্ব দিতে দেখা যাবে কেমার রোচকে।

২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষেই অভিষেক হয়েছিল এই ডানহাতি পেসারের। রোচ মনে করেন বাংলাদেশ সফরে এলে এটাই তাকে মানসিক ভাবে বিশ্বাস যোগায়।

এক ভিডিও বার্তায় রোচ বলেছেন,”বাংলাদেশের বিপক্ষেই আমার শুরু হয়েছিল, অবশ্য সেটা ঘরের মাঠে ছিল। কিন্তু বেশ কয়েকবারই বাংলাদেশে আসা হয়েছে, ওয়ানডে ও টেস্ট খেলেছি এখানে। এটা সবসময় আমাকে বিশ্বাস জোগায় মানসিকভাবে।”

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই মানছেন রোচ। তার ধারণা বাংলাদেশ এখনও ধীরে ধীরে দল হিসেবে গড়ে উঠছে। তাই নিজেদের উপরই মনোযোগ ধরে রাখার ইচ্ছে তার দিকেই।

তারা খুব কঠিন প্রতিপক্ষ,”আমি মনে করি এটা সঠিক। যেহেতু দল হিসেবে তারা এখানে গড়ে উঠেছে। আপনি আপনার সেরাটা দিন এবং যা করতে চান তাতে ফোকাস রাখুন যতটা সম্ভব আপনি পারেন।”

এর আগে ২০১৮ সালে বাংলাদেশ সফরে এসে ২ টেস্ট ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই স্মৃতি এখনও মনে রয়েছে ক্যারিবীয়দের। এবার সিরিজে ঘুরে দাঁড়ানোই সবচেয়ে বড় লক্ষ্য হবে দলটির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »