বাংলাদেশ একতাবদ্ধ হয়ে খেলে : রাহানে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তানকে আগে ভাবা হতো সবচেয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবে সময়ের বিবর্তনে সেই জায়গা হারিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের জায়গা দখল করেছে বাংলাদেশ। ছোট ফরম্যাট গুলোতে ভারতকে বেশ কয়েকবার কাঁপন ধরিয়েছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে সিরিজ ভারত জিতলেও ভারত শিবিরে ঠিকই কাঁপন ধরিয়েছিলো বাংলাদেশ । তবে সাদা পোষাকে খুবটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ তবুও বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই নিচ্ছে ভারত।

টি-টোয়েন্টি সিরিজের পর
আগামী ১৪ নভেম্বর থেকে ইন্দোরে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। টেস্ট চ্যাম্পিয়ানশীপ শুরু হচ্ছে বাংলাদেশের আর টেস্ট চ্যাম্পিয়ানশীপে নিজেদের অবস্থান আরও শক্তশালী করতে মাঠে নামছে ভারত । এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়ানশীপের শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। সাদা পোষাকে বাংলাদেশের পারফর্ম্যান্স মলিন হলেও সাবধানি ভারত জানিয়েছেন ভারতের মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভ আজিঙ্কা রাহানে।

টেস্ট চ্যাম্পিয়ানশীপে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতেই মুমিনুল হকের দলের বিপক্ষে নামবে স্বাগতিক ভারত। বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না ভারত। তবে আজিঙ্কা রাহানে বলেন বাংলাদেশকে নিয়ে সতর্ক আছেন তারা কারন বাংলাদেশ একতাবদ্ধ হয়ে খেলে।

তিনি বলেন, বাংলাদেশ বেশ ভালো একটা দল। তাদের ভালো একটা গুন হচ্ছে তারা সবাই এক হয়ে খেলে। সিরিজটা আমাদের টেস্ট চ্যাম্পিয়ানশীপের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। তাই প্রতিপক্ষ কে আছে এসব না ভেবে নিজেদের শক্তির জায়গা থেকে নিজেদের কাজটা করে যেতে চাই। ‘

এছাড়াও তিনি আরও বলেন, ‘ আমরা ইন্দোর টেস্ট ব্যতীত অন্য কিছু নিয়ে ভাবছি না। আমরা দক্ষিন আফ্রিকার বিপক্ষে মনে হয় ভালো খেলেছিলাম তবুও আমরা ঐ সব না ভেবে বর্তমান নিয়ে ভাবছি। আমরা কোন দলকেই সহজ ভাবে নিচ্ছি না সবাইকে সমানভাবেই দেখতেছি। ‘

এখন পর্যন্ত ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছিলো ৯ বার যার মাঝে ৭ বার জয় লাভ করে ভারত আর ২ ম্যাচ ড্র হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »