নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাভারের বিকেএসপিতে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ইমার্জিং দল ও শ্রীলঙ্কা ইমার্জিং দল। প্রথম ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলকে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দল। এ জয়ে ৩ ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা ইমার্জিং দল।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দল। লংকান অধিনায়ক আশালংকার ৭১ এবং হাসরাঙ্গা ডি সিলভা- ৭০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন শহীদুল ইসলাম ও শফিকুল ইসলাম। ৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ রান তুলার আগেই হারায় ৩ উইকেট। বাংলাদেশ এর ব্যাটসম্যানরা সকলে আসা যাওয়ার মিছিলে ছিলো। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন সাইফ হাসান। আর বাকিরা ছিলেন আসা যাওয়ার মধ্যে। লংকানদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নিয়েছেন হাসরাঙ্গা ডি সিলভা। আর দুটি করে উইকেট তুলে নিয়েছেন ফার্নান্দো, থুসারা, আপোনসো। সর্বোপরি শ্রীলঙ্কার সামনে দাড়াতেই পারেনি বাংলাদেশ। ২৮ ওভারে ৩ বলে ১১৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল।
৪টি উইকেট ও ৭০ রানের অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন হাসরাঙ্গা ডি সিলভা। ৩ ম্যাচ সিরিজে ১-০ যে এগিয়ে গেলো শ্রীলঙ্কা ইমার্জিং দল।