নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আফগানিস্তানের সাথে এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও কখনোই টেস্ট খেলেনি। আফগানিস্তান টেস্ট ক্রিকেটে নবাগত একটি দল। আফগানিস্তান এখন পর্যন্ত ২টি টেস্ট ম্যাচ খেলেছে। তাদের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে ভারতের সাথে ২০১৮ সালে। আর এবছর আয়ারল্যান্ডের সাথে টেস্ট খেলে আফগানিস্তান। আর সেই টেস্টে আফগানিস্তান তাদের ইতিহাসে প্রথম টেস্ট জয় পায়। তারা আইরিশদের সাথে ৭ উইকেটের জয় পায় আফগানরা।
আফগানদের সাথে বাংলাদেশ দল এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেললেও টেস্টে কখনো খেলেনি। এবার প্রথম আফগানদের সাথে সাদা পোশাকে খেলবে টাইগাররা। আফগানরা বাংলাদেশ দলের সঙ্গে টেস্ট ওত্রিদেশীয় সিরিজ এর জন্য ৩০ আগস্ট বাংলাদেশ আসবে। এরপর চট্টগ্রামে চলে যাবে আফগানিস্তান। সেখানে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান বিসিবি একাদশের বিপক্ষে। ১ ও ২ সেপ্টেম্বর এই প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। সফরের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর। ৫-৯ সেপ্টেম্বর এই প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।