https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচের জন্য আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। যেখানে পল উইলসনের সাথে রয়েছেন নাইজেল লং ও টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন ক্রিস ব্রড।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে পল উইলসনের সেটা জানা গিয়েছিলা আগেই। এর আগে রঙিন পোশাকের ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন উইলসন। বিশ্বকাপের মত বড় মঞ্চেও দেখা গিয়েছিল তাকে।
অন্যদিকে বাকি আম্পায়ারদের মধ্যে নাইজেল লং ও টিভি আম্পায়ার ক্রিস ব্রড বেশ অভিজ্ঞ। আন্তর্জাতিক অঙ্গনে আইসিসির প্রথম সারির আম্পায়ার হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে তাদের।
এই ম্যাচকে ঘিরে আম্পায়ার বাদেও ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ম্যাচ রেফারি হিসেবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে দেখা যাবে নিটিন মেননকে।
প্রতিটি সিরিজের আগেই ম্যাচের দায়িত্ব কারা পালন করবেন সেটা প্রকাশ করে আসছে আইসিসি। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেস-আফগানিস্তান টেস্ট ম্যাচেও দেখা গেল একই চিত্র।