বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে উইলসনের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আসন্ন বাংলাদেশ আফগানিস্তানের টেস্ট ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে অজি আম্পায়ার পল উইলসনের।

গত বিশ্বকাপে আম্পায়ার হিসেবে মাঠে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ান আম্পায়ার পল উইলসনকে। ওয়ানডে ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করলেও টেস্টে এখনও স্টাম্পের পেছনে দাঁড়াতে পারেননি তিনি। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আগানিস্তান ম্যাচ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব শুরু করবেন তিনি।

সাবেক অজি এই ক্রিকেটার তার ক্রিকেট ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছিলেন। অস্ট্রেলিয়ার জাতীয় দলের জার্সিতে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেন তিনি। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে ২৮টি এবং টি-২০ ফরম্যাটে উইলসন খেলেছেন ১১টি ম্যাচ। এর পরই মূলত মাঠের খেলা ছেড়ে দিয়ে আম্পায়ারের দিকে মনোযোগ দেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »