https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আর মাত্র কয়েক ঘণ্টা পর সাউদাম্পটলের রোজ বোলে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ভারতের বিপক্ষে এই মাঠেই আফগানরা এই মাঠেই গিয়েছিল জয়ের খুব কাছে। ফলে রোজ বোলের উইকেট সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে আফগানিস্তানের সেটা আর বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে উল্টো চিত্র টাইগার শিবিরে। একদিন বিরতি দিয়ে আফগানিস্তান চেনা মাঠে নামলেও বাংলাদেশের কাছে এই উইকেট রয়েছে অপরিচিত। তাই ম্যাচের আগেরদিন অনুশীলনের পাশাপাশি উইকেট নিয়েও বেশ পড়াশুনা করেছেন টাইগারদের হেড কোচ স্টিভ রোডস।
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রোডস বলেন, ‘কালকের ম্যাচটা (ভারত-আফগানিস্তান ম্যাচ) আমি টিভিতে দেখেছি। অনুশীলনের সময় ফোনে নজর রেখেছি। অন্যান্য উইকেটের তুলনায় এই উইকেটটা একটু ধীর গতির মনে হয়েছে। সেই উইকেটেই আমরা খেলতে যাচ্ছি।’
মাঠের বর্ণনা দিতে গিয়ে রোডস আরও বলেন, ‘এই মাঠের সীমানাটা অনেক বিশাল। উইকেটটাও ঠিক মাঝখানে। আমাদের আশির-নব্বইর দশকে ফিরে যেতে হবে। চার-ছক্কা হয়তো খুব বেশি হবে না। খুব জোরে দৌড়াতে হবে। সিঙ্গেলকে দাবল আর ডাবলকে তিন রানে পরিণত করতে হবে। এই চ্যালেঞ্জটি নিতে আমরা মুখিয়ে আছি।’