বাংলাদেশে খেলতে আসছেন কোহলি-রোহিত সহ ৫ ভারতীয় ক্রিকেটার

দুর্জয় দাশ গুপ্ত »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করতে বাংলাদেশে আসবেন ৫ জন ভারতীয় ক্রিকেটার। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং শেষ ম্যাচটি ভারতে।

৫ জন ভারতীয় ক্রিকেটার অংশগ্রহণের বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন একজন বিসিসিআই কর্মকর্তা। তিনি জানান, ৫ জন ক্রিকেটারকে পাঠাবে বিসিসিআই। তবে কোন ৫ ক্রিকেটার আসছেন সেটা এখনো নিশ্চিত করেন নি তিনি। নাম না বললেও ধারণা করা যাচ্ছে কোহলি, রোহিত এবং ধোনি সহ মোট ৫ জন ক্রিকেটার এই সিরিজে খেলবেন।

বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘এই সিরিজের জন্য ৫ জন ক্রিকেটারকে বাংলাদেশে পাঠানো হবে। তবে কোন ৫ জন ক্রিকেটার যাবেন সেটা নিশ্চিত করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »