নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। আফগানিস্তান দল বহনকারী একটি বিমান সকাল ৮টা ৪০ মিনিটে আবুধাবি থেকে একটি ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকা থেকে বেলা ১১টায় চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার কথা রয়েছে তাদের।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার আগে ১ ও ২ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দুই দলের। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামেই হবে প্রস্তুতি ম্যাচটি।
এদিকে রশিদ খানের নেতৃত্বাধীন আফগান দলটি বাংলাদেশে আসার আগে সংযুক্ত আরব আমিরাতে কঠোর অনুশীলন করে ঘাম ঝরিয়েছে। সাদা পোশাকের ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞ না হলেও বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে যে তারা প্রস্তুত সেটা আর বলার অপেক্ষা রাখে না।