বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখন রিয়াদের

সাজিদা জেসমিন »

বাংলাদেশের ম্যাচ মানেই প্রাপ্তির খাতায় যুক্ত হয় নতুন নতুন রেকর্ড। অদৃশ্যভাবেই এই জিনিসটা নিয়ন্ত্রিত হয়। এ যেন হয়ে আসছে বহুদিন যাবৎ। গতকাল জয়লাভ করা জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচে হয়েছে বেশকিছু রেকর্ড। প্রাপ্তির খাতায় যোগ হয়েছে অনেক কিছুই। আর নতুন করে উঠে এসেছে আবারো বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

এইতো গতকালই স্পর্শ করলে চার হাজার রানের মাইলফলক। ব্যাট হাতে দ্যুতি ছড়ানোর পাশাপাশি ফিল্ডিংয়েও ছড়িয়েছেন মুগ্ধতা। গতকালকের ম্যাচে ২টি ক্যাচ লুফে নিয়ে অন ফিল্ডে ক্যাচ ধরা বাংলাদেশিদের মধ্যে আরো একধাপ এগিয়ে একেবারে উঠে গেলেন উচ্চতায়। তার লুফে নেওয়া ক্যাচ সংখ্যা ৬৩টি।

এই লিস্টে প্রথম স্থান ছিলো এতোদিন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজার দখলে। গতকাল ক্যাপ্টেনকে ছাড়িয়ে রিয়াদ চলে গেলেন ১ নাম্বার পজিশনে। এই লিস্টে ৩ নাম্বার স্থানে আছেন দপশ সেরা ওপেনার তামিম ইকবাল। দুর্দান্ত অনেক ক্যাচের সাক্ষী তামিমের নেওয়া ক্যাচ সংখ্যা ৫৪টি।

লিস্টে চার নাম্বারে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ঝুলিতে রয়েছে অর্ধশত ক্যাচ লুফে নেওয়ার রেকর্ড । স্বল্প সময়ের ক্যারিয়ারে এই লিস্টে ৫ নাম্বারে রয়েছেন আরেক দুর্দান্ত ফিল্ডার সাব্বির রহমান। তার ধরা ক্যাচের সংখ্যা ৩৭টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্যসমূহ »

মন্তব্য করুন »