দুর্জয় দাশ গুপ্ত »
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২০ রানের সহজ লক্ষ্যমাত্রা দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। মিরপুরের হোম অব ক্রিকেটে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রীতিমত হিমশিম খেতে হয়েছে সফরকারী দলের ব্যাটসম্যানদের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১৯ রান।
বল হাতে আলো ছড়িয়েছেন অভিষিক্ত হাসান মাহমুদ। যদিও কোন উইকেট পাননি তবে ৪ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ২৫। এছাড়া প্রথম ম্যাচের মত আজও বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। তবে সবচেয়ে সফল ছিলেন পেসার আল-আমিন হোসেন। ৪ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ২২ আর উইকেট নিয়েছেন ২ টি।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান এসেছে টেলরের ব্যাট করে। ৪৮ বল মোকাবেলা করে ৫৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। টেলর ছাড়া আর কোন ব্যাটসম্যানই সুবিধা করতে পারেন নি।
স্কোরঃ জিম্বাবুয়েঃ ১১৯/৭ (২০) টেলর ৫৯*, আরভিন ২৯ ; আল-আমিন ২/২২, মুস্তাফিজ ২/২৫।