মারুফ ইসলাম ইফতি »
বাংলাদেশ ক্রিকেট নিয়ে ধারাভাষ্যকার রমিজ রাজার বেপরোয়া মন্তব্য নতুন কিছু নয়। সুযোগ পেলেই বাংলাদেশকে নিয়ে সমালোচনায় বিভোর হতে বিলম্ব করেন না পাকিস্তানী এই ধারাভাষ্যকার। আবারো বাংলাদেশকে নিয়ে বেপরোয়া মন্তব্য করেছেন রমিজ।নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ দলের পাকিস্তানে টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন এই ধারাভাষ্যকার।
ক্ষোভ ভরা কন্ঠে রমিজ জানান, ‘বাংলাদেশে এর এমন সিদ্ধান্তের কোন যুক্তি নেই।মধ্যপ্রাচ্যের অস্থিরতার সাথে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি টানাটা অযোক্তিক।ওরা কিভাবে এমন অযোক্তিক নিরাপত্তা ইস্যু দাঁড় করিয়ে সিরিজ বয়কট করে।এইরকম হলে তো এশিয়ার কোন দেশই খেলার জন্য নিরাপদ নয়।ইংল্যান্ডেও রাস্তায় ছুরিকাঘাত এর ঘটনা ঘটে,অস্ট্রেলিয়ায় হচ্ছে বুশফায়ার।তাই বলে কি উপমহাদেশে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জন্য খেলা বন্ধ থাকবে? বিসিবির এমন সিদ্ধান্তের কোন মানে হয়না।’
আমি এই ব্যাপারে আইসিসির হস্তক্ষেপ কামনা করছি।
কারন আইসিসি ইতিমধ্যে নিরাপত্তা যাচাই করেছে পাকিস্তানের।আর সবকিছু ঠিকঠাক দেখেই আইসিসি সবুজ সংকেত দিয়েছে।তাই আইসিসির উচিৎ বিসিবির এমন সিদ্ধান্তকে মেনে না নিয়ে এই ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া।
এছাড়া এশিয়ার অন্য দেশ গুলোকেও আহবান জানান পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসতে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার।