নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রাওয়ালাপিন্ডি টেস্টে পাকিস্তানের গড়া ৪৪৮ রানের জবাবে মুশফিকের ১৯১, সাদমানের ৯৩ ও মিরাজের ৭৭ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৫৬৫ রান করে ১১৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ পাকিস্তানের।
এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। রিজোয়ানের ১৭১ ও শাকিলের ১৪১ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২য় দিনে ২৭ রান সংগ্রহের পর গত কাল তৃতীয় দিনে সাদমানের ৯৩ রানের পাশাপাশি লিটন, মুশফিক, মোমিনুলের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান নিয়ে দিন শেষ করার পর আজ ৪র্থ দিনেও দূর্দান্ত ব্যাট করছে বাংলাদেশ। লিটন ৫৬ রান করে ফিরলেও মুশফিকুর রহিম ক্যারিয়ারের ১১তম টেস্ট শতক আদায় করেছেন।
৭ম উইকেটে মুশফিক ও মিরাজ গড়ে দলকে এগিয়ে নেন। দ্বিশতকের দিকে এগুতে থেকেও ১৯১ রানে আউট হয়েছেন মুশফিক। মিরাজ ৭৭ রানে ফিরেছেন। শরিফুল ব্যাট হাতে ঝড় তোলে ১৪ বলে ২২ রান করেন। ৫৬৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ৩ উইকেট শিকার করেন। আফ্রিদি, শাহজাদ ও মোহাম্মদ আলী ২টি করে উইকেট শিকার করেন।
১১৭ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ পাকিস্তানের। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।