বাংলাদেশের মাটিতে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ সূচী নির্ধারণ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনেক ঘটা করে পালন করার উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) ও যে বসে নেই। তারা আগেই জানিয়ে রেখেছিলো যে, এই বিশেষ উৎসবে বিশ্ব একাদশ খেলাবে। আজ নিশ্চিত করা হলো বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে দুইটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

আগামী বছর ১৮ই মার্চ ও ২১শে মার্চ দুইদিন দুইটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই দুটি টি-টোয়েন্টি ম্যাচ আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা পাবে। গত সপ্তাহের আইসিসির সভায় এ দুটি ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দেবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাধারণ আইসিসির পূর্ণ সদস্যপদের দেশগুলো না খেললে সাধারণত এ ম্যাচগুলোকে আন্তর্জাতিক মর্যাদা দেয়া হয় না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, “এই দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক মর্যাদা পাওয়া অনেক বড় কিছু বাংলাদেশের জন্য।”

এই দুটি ম্যাচে বর্তমান বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের এক করতে চায় বিসিবি। আর সেই সময় সকল ভালো খেলোয়াড়দের পাবার আশা করা যায় কারণ সেসময় অন্য কোনো দলের সিরিজ নেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যেহেতু ঐসময় দুটি দলের খেলা আছে তবে টি-২০ নয়, তাই তাদের টি-টোয়েন্টি খেলোয়াড়দের পাবার আশা করছি। এই টি-টোয়েন্টি ম্যাচগুলো সকলে গুরুত্বের সঙ্গে খেলবে কারণ এগুলো আন্তর্জাতিক মর্যাদা পাবে।”

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »