বাংলাদেশের ভারত সফরের সময়সূচী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশীপের ৩য় পর্বে এসে সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের রেশ না কাটতেই মাঠে গড়াবে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার আন্তর্জাতিক সিরিজ।

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে মাঠে গড়াবে ১ম টেস্ট ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি। তৎপর আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে সিরিজের ২য় ও শেষ ম্যাচ।

টেস্ট সিরিজ শেষে ৬ অক্টোবর মাঠে গড়াবে টি২০ সিরিজ। ১ম ম্যাচে অনুষ্ঠিত হবে গোয়ালিয়রে। ৯ অক্টোবর দিল্লিতে ২য় ম্যাচ ও ১২ অক্টোবর হায়দ্রাবাদে ৩য় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই দিবারাত্রির হবে। বাংলাদেশ সময় ৭.৩০ টায় শুরু হবে ম্যাচ।

এই সফরে কোন ওয়ানডে ম্যাচ না থাকলেও এই প্রথমবারের মতো ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এর আগে ভিন্ন ভিন্ন সময়ে টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজ খেলেছি ভারতে। এবারই প্রথম টেস্ট ও টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে একই সফরে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »