বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

চলতি মাসের ২৬, ২৮ এবং ৩১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজকে কেন্দ্র করে ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। যেখানে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন সদস্য। দিমুথ করুনারত্নেকে অধিনায়ক রাখা হয়েছে এই সিরিজেও।

নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করার পর দুই দলই ছিল নড়বড়ে অবস্থায়। ফলে এই সিরিজে জিতে নিজেদের জয়ের কথাই ভাববে স্বাগতিক শ্রীলঙ্কা। অন্যদিকে চোট জর্জরিত বাংলাদেশও যে ছেড়ে কথা বলবে না লঙ্কানদের সেটা অনুমেয় খুব সহজেই।

এক নজরে শ্রীলঙ্কার ঘোষিত স্কোয়াড

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অভিষেকে ফার্নান্দো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, এঞ্জেলো ম্যাথিউস, শিহান জয়াসুরিয়া, নিরোশান ডিকওয়েলা,দানুশকা গুনাথিলাকা, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, লক্ষ্মণ সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, আমিলা আপোনসো, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »