বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য একাদশ ঘোষণা করল নিউজিল্যান্ড

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের নবম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১০ উইকেটের বড় জয় পেয়েছে কিউইরা। এই বড় জয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে নিউজিল্যান্ড।

নিজুল্যান্ডের সহ অধিনায়ক টম লাথাম বলেন, ‘কাল (বুধবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আমরা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামব। গত ম্যাচে যেভাবে খেলেছি এতে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। প্রথম বল থেকেই শ্রীলঙ্কাকে চাপে রেখেছিলাম। আমি নিশ্চিত কালকেও দল একই কাজ করতে চাইবে।’

এদিকে ইনজুরিতে থাকার ফলে টিম সাউদি এবং হেনরি নিকোলাস ছিলেন না লঙ্কানদের বিপক্ষে ম্যাচে। আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও এই দুই ক্রিকেটার থাকছেন একাদশের বাইরেই। ‘সাউদি, নিকোলাস উন্নতি করছে। প্রতিদিনই তারা সেরে উঠছে। পরের ম্যাচে তারা খেলতে পারবে বলে আশা করছি। এটা অনেক লম্বা টুর্নামেন্ট তাই নিশ্চিত করতে হবে ক্রিকেটাররা শতভাগ ফিট রয়েছে।’

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের একাদশ

মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, ন্মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসেন, ট্রেন্ট বোল্ট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »