https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের দিন সাইড স্ট্রেনের ইনজুরিতে পড়ে দুই ম্যাচ ধরে রয়েছেন দলের বাইরে।
তবে ইনজুরি গুরুতর না হওয়াতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন স্টয়নিস। আগামীকাল (বুধবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অজিদের উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির কথায় আভাস পাওয়া গেছে এমনটাই।
ক্যারি বলেন, ‘স্টয়নিস যদি দলে ফিরে তাহলে ব্যাপারটি অসাধারণ হবে। মাঠে ফেরার জন্য সে কঠিন পরিশ্রম করছে। এখন সে ভালো অনুশীলন করছে। তাকে দলে পেলে আমরা রোমাঞ্চিত হব বেশ।’
অন্যদিকে অজি দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) তার খেলার বেশ ভালো সম্ভাবনাই রয়েছে। নেটে ব্যাটিং করছে সে। তাকে পর্যবেক্ষণে রেখেছি আমরা। দারুণ পেশাদার ও অ্যাথলেট স্টয়নিস। সে এখন ফিট আছে। পরের ম্যাচে হয়তো সে খেলছে।’