বাংলাদেশের বিপক্ষে দলে নেই নিয়মিত অধিনায়ক কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নভেম্বর ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বাংলাদেশ ও ভারত তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। ইতিমধ্যে বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করে ফেলছে, তবে এখনো করেনি ভারত। দলটি স্কোয়াড নিয়ে এখনো ভাবছে, যেখানে দলটি তাদের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিতে চাচ্ছে। যাতে বাংলাদেশী বোলারদের জন্য এক স্বস্তির খবর। কেননা যেকোনো দলের প্রতিপক্ষ যদি ভারত থাকে, তাহলে তার চেয়ে বড় প্রতিপক্ষ বিরাট কোহলি।৷ নিসন্দেহে বর্তমান সময়ের সেরা প্লেয়ার বিরাট কোহলি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মা থাকবেন অধিনায়কের দায়িত্বে। কেননা তিনি দলের অভিজ্ঞ ক্রিকেটার ও বিরাট থাকাকালীন তিনি সহ অধিনায়কের দায়িত্বে থাকেন। ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিরাটকে বিশ্রামে এবং রোহিত শর্মাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে ফিরবেন বিরাট কোহলি, যেখানে দুটি টেস্ট ম্যাচেই থাকবেন তিনি। এখন তার নেতৃত্বে আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছে ভারত। বুঝাই যাচ্ছে খেলার মধ্যে দিয়ে সময় কাটছে বিরাটের, যার জন্য বাংলাদেশের সাথে টি-টোয়েন্টি তে বিশ্রাম দিয়ে পুনরায় টেস্টে ফেরাতে চান ভারত ক্রিকেট বোর্ড।

গত এক বছরে ভারত সর্বোচ্চ ম্যাচ খেলেছে ওয়ানডেতে ৩০টি, তাছাড়া টি-টোয়েন্টিতে ১৬টি ও টেস্টে ১০টি। তার মধ্যে ১০টি টেস্ট ম্যাচই খেলেন ভারতের কিং কোহলি, আর টি-টোয়েন্টিতে ১০ ম্যাচ ও ওয়ানডেতে ২৮ ম্যাচ খেলেন। বাংলাদেশের পর দেশ ও দেশের বাহিরে কোহলিদের থাকবে ব্যস্ত সূচি।

বাংলাদেশ ফেরার পর টানা সিরিজ থাকবে বিরাটদের। ভারত দল ঘরের মাটিতে উইন্ডিজ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে এবং নিউজিল্যান্ড সফর করবে, যেখানে তারা পূনার্ঙ্গ সিরিজ খেলবে কিউইদের সাথে। অর্থাৎ টানা ব্যস্ততার মধ্যে থাকতে হবে দলটি কে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »