নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।
এই সিরিজে একটি করে জয় নিয়ে দুই দলই আছে ফুরফুরে মেজাজে। যদিও এই ম্যাচে আফগানিস্তান একটু বেশিই আত্মবিশ্বাসী থাকবে। ট্রাইনেশন সিরিজের আগে একমাত্র টেস্টে স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছে বিশাল ব্যবধানে। এছাড়া টি২০ ফরম্যাটের সবশেষ ৩ দেখায় সবকটিতেই বাংলাদেশ হেরেছে আফগানদের কাছে। এই সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলের পয়েন্ট সমান। জিম্বাবুয়েকে হারিয়ে দুই দলই সিরিজ শুরু করেছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্যই বাড়তি শক্তি যোগাবে রশিদ-নবীদের। দুই দলের একাদশই রয়েছে অপরিবর্তিত।
দুই দলের একাদশ
বাংলাদেশ: সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধি), মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিব তারকাই, আসঘর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান (অধি), ফরিদ আহমেদ, মুজিব উর রহমান।