বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের ৪৩ তম ম্যাচে

এবারের আসরে বাংলাদেশ দল সেমি ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমালেও সেটা শেষ পর্যন্ত পূরণ হয়নি। শুরুটা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত করলেও সময়ের সাথে সেই জয়ের আনন্দ ফিকে হতে থাকে। নিউজিল্যন্ডের বিপক্ষে লড়াই করা কিংবা উইন্ডিজের বিপক্ষে রেকর্ড গড়ে জয় এসব কিছুই চাপা পড়ে যায় ভারতের বিপক্ষে হেরে। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তাই জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করতে চাইবে টাইগাররা।

 

অন্যদিকে সেমি ফাইনালে যেতে হলে বাংলাদেশকে হারাতে হবে ৩১৬ রানে! এমন অলীক সমীকরণ নিয়ে মাঠে নামছে পাকিস্তান। অর্থাৎ এটাই যে পাকিস্তানের বিশ্বকাপের শেষ ম্যাচ সেটা আর বলার অপেক্ষা রাখে না। সরফরাজের দল শুরুতে অবশ্য হোঁচট খেয়েছিল। একের পর এক ম্যাচ হেরে বিধ্বস্ত পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে টুর্নামেন্টের মাঝ পথে। আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অন্তত শেষ একটি জয়ের জন্য মুখিয়ে থাকবে তারা।

এক নজরে দুই দলের একাদশ

বাংলাদেশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানঃ ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »