বাংলাদেশের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। আর প্রথম ম্যাচ খেলেই নিজের ক্যারিয়ারের ইতি টানবেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। পরের দুই ওয়ানডেতে তাই তার বদলি ক্রিকেটার হিসেবে দলে আসবেন দাসুন শানাকা।

এদিকে শুরুতে ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও শেষ পর্যন্ত সেটি কমিয়ে ১৬ সদস্য করার পর দলের অধিনায়কত্ব রাহা হয়েছে দিমুথ করুনারত্নের কাছেই। বিশ্বকাপের স্কোয়াড থেকে খুব বেশি পরিব্ররতন না আনায় বাংলাদেশের বিপক্ষেও যে শক্তিশালী দল নিয়েই লড়াইয়ে নামছে লঙ্কানরা সেটা বুঝাই যাচ্ছে।

এক নজরে শ্রীলঙ্কার ১৬ সদস্যের স্কোয়াড

দিমুথ করুনারত্নে, অভিষেকে ফার্নান্দো, কুশল মেন্ডিস, কুশল জেনিথ, সেহায়ন জয়াসুরিয়া, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, লাসিথ মালিঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, থিসারা পেরেরা, কাসুন রাজিথা, ইসুরু উদানা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »