https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করার আগেই চোটে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা গতি তারকা ডেল স্টেইন। ইনজুরিতে থাকার কারণে মিস করেছেন বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে মাঠে নামতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার কথা ছিল স্টেইনের। তবে ইনজুরি এতটাই গুরুতর যে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারছেন না তিনি। এমন খবর নিশ্চিত করেছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস নিজেই।
এদিকে ইংলিশদের বিপক্ষে ম্যাচে জোফরা আর্চারের বাউন্সে মাথায় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা। যদিও শেষের দিকে পুনরায় ব্যাট হাতে দলের বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু ব্যর্থ হন। চোট জর্জরিত দক্ষিণ আফ্রিকার একাদশ থেকে তাই বাদ পড়তে পারেন আমলাও।