নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আইসিসি অনু-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল (শনিবার) মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানারআপ ভারত।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বেশ বড়সড় স্বস্তির খবর পেল ভারতীয় শিবির। গ্রুপ পর্বের খেলা চলাকালীন করোনা আক্রান্ত ৬ ভারতীয় ক্রিকেটার করোনা থেকে মুক্তি লাভ করেছে। যার ফলে, আজই দলের সাথে যোগ দিবেন তারা, এবং কি আগামীকাল কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতেও কোন বাধা নেই এই ক্রিকেটারদের সামনে।
বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হোটেল ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছে ভারতীয় যুবারা। মুলত কোয়ার্টার ফাইনালের আগে কোন ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।