বাংলাদেশের বিপক্ষে কোহলির সামনে জোড়া রেকর্ডের হাতছানি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিঃসন্দেহে বর্তমান প্রজন্মের কাছে বিরাট কোহলিই ভারতের সবচেয়ে বড় পোস্টারবয়।তর্কসাপেক্ষে ভারতীয় লিজেন্ড শচীন টেন্ডুলকারের সাথেও তাকে তুলনা করা হয়।ভারতের হয়ে গড়ে চলেছেন একের পর এক কীর্তি। এই রান মেশিন ছাড়িয়ে যাচ্ছেন ক্রিকেটের সব রথী-মহারথীদের। গত জানুয়ারির পর আবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন ভিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ৫৮ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করবেন কোহলি। একই সঙ্গে ভেঙে দেবেন শচীন টেন্ডুলকারের রেকর্ড।

সর্বশেষ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলেননি ‘কিং’ কোহলি। নয় মাস পর আবার লাল বলের ক্রিকেটে ফিরছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার সামনে নতুন কিছু রেকর্ডের হাতছানি।আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত কোহলির রান ২৬৯৪২ রান। ২৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর ৫৮ রান। বাংলদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ৫৮ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ রান করার নজির গড়বেন। ভেঙে দেবেন শচীনের রেকর্ড।বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে করবেন ২৭ হাজার আন্তর্জাতিক রান। শচীন ছাড়া এই কৃতিত্ব রয়েছে কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিংয়ের। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৬০০০-২৬০০০ রান পূর্ণ করার নজির রয়েছে কোহলির দখলেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »