নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবকিছু ঠিক থাকলে মাসখানেক পর স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর করবে টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
তবে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আগে আরো একটি ধাক্কা ভারত শিবিরে। ইনজুরির কারনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হতে আগেই ছিটকে গিয়েছিলেন দলের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ, এবার তার নামের পাশে নতুন সহযোজন দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
ইনজুরির কারনে বাংলাদেশের বিপক্ষে কোন ফরম্যাটে খেলা হচ্ছে না তার। পুরনো পিঠের চোট নতুন করে নাড়া দেওয়ায় খেলা হচ্ছে না হার্দিকের। এছাড়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না আরেক অভিজ্ঞ মাহেন্দ্র সিং ধোনি। সাময়িক বিশ্রামে থাকা এই ক্রিকেটারকেও দেখা যাবে না টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।
পান্ডিয়ার পুরাতন চোট আবার নতুন করে ফিরে এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। পিঠের নিচের অংশের এই চোটের জন্য ইতিমধ্যে বুমরাহও দলের বাইরে চলে গেছেন। জানা গেছে খুব তাড়াতাড়ি চিকিৎসার জন্য পান্ডিয়াকে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে।
সেখানে অভিজ্ঞ ডাক্তাররা তাকে পর্যবেক্ষণ করে জানাবেন অস্ত্রোপচার লাগবে কিনা তার। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আগে চোট সমস্যা ভাবাচ্ছে ভারতকে।