https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এজবাস্টনে শুরুটে টস জিতে ব্যাট করে ৩১৪ রানের বড় স্কোর গড়ে ভারত। জবাবে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা চেষ্টা করলেও শেষ পর্যন্ত ম্যাচটি হেরে বসে ২৮ রানে।
পুরো আসরেই বাংলাদেশ দল লড়াই করার যে মানসিকতা দেখিয়েছে সেটি চোখ এড়ায়নি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিরও। ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসা করে কোহলি বলেন, ‘পুরো টুর্নামেন্টেই বাংলাদেশ দল ভালো খেলেছে। দুর্দান্তভাবে লড়াই করে যাওয়ার জন্য অবশ্যই তারা প্রশংসার দাবিদার। আমার মনে হয়েছিল বাংলাদেশ ইনিংসের শেষ পর্যন্ত ম্যাচে ছিল।’
‘এই জয় ছিনিয়ে আনতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। তবে দিন শেষে ভারত পরবর্তী রাউন্ডে যেতে পেরেছে বলে খুশি।’
বাংলাদেশের বিপক্ষে জিতে টিম ইন্ডিয়া তাদের সেমি ফাইনাল পর্ব নিশ্চিত করেছে মঙ্গলবার।