বাংলাদেশের প্রশংসা করে যা বললেন রমিজ রাজা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

গতকাল (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়া দল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি জিতেছে ৪৮ রানে। টুর্নামেন্টে ফেভারিটের তকমা পাওয়া অজিরা শুরুতেই বাংলাদেশ দলকে চাপে ফেলে দেয় ৩৮১ রানের পাহাড়সম স্কোর করে।

সেই চাপকে অবশ্য পাত্তা দেননি টাইগার ব্যাটসম্যানরা। শুরুর দিকেই সৌম্য ফিরে গেলেও তামিমের ষাটোর্ধ্ব ইনিংস সাথে মুশফিকের অপরাজিত সেঞ্চুরি এসব কিছুই ছিল এই ম্যাচের প্রাপ্তি। মাহমুদউল্লাহ রিয়াদের সাথে জুটি বেধে তো রীতিমত অজিদের বুকে কাঁপন ধরিয়েই দিয়েছিলেন মুশফিক। তবে শেষটা রাঙাতে পারলেন না।

অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে বাংলাদেশ দল নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান করাও কিন্তু কম কথা নয়। টাইগারদের এমন সাহসিকতার পরিচয় দেয়ার ভূয়সী প্রশংসা করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমানে জনপ্রিয় ধাভাষ্যকার রমিজ রাজা।

তিনি বলেন, ‘মাঝে মাঝে এমন লড়াই দেখা যায় যে হেরে গিয়ে ভক্তদের মন জিতে নিতে পারেন। বাংলাদেশ দল সেতা পেরেছে। এখন আর আগের বাংলাদেশ নেই। এটা আত্মবিশ্বাস পূর্ণ দল। তারা এখন যেকোনো অবস্তাহতেই লরে যেতে পারে। সহজে হার মানে না তারা।’

‘প্রথম ইনিংসের পর মনে হচ্ছিল অস্ট্রেলিয়া সহজেই ম্যাচটা জিতে যাচ্ছে। এমন বড় লক্ষ্যের সামনে অনেকেই ভেঙে পড়ে। বাংলাদেশ সেটা করেনি। হারার আগেই হেরে বসেনি তারা। শেষ পর্যন্ত লড়াই করেছে।সমর্থকদের জন্যই তারা খেলেছে। সমর্থকরা আপনার কাছে এমনটাই চায়। লড়াই করে হেরে গেলে কাউকে দোষারোপ করার থাকে না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »