বাংলাদেশের প্রশংসা করে যা বললেন গাঙ্গুলি-লক্ষ্মণ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে শুধু একটি জয়ই বাংলাদেশকে এনে দিয়েছে সম্মান, দিয়েছে সমালোচকদের জবাব। বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে নেই ফেভারিটের তালিকায়। তবে দক্ষিণ আফ্রিকার মত দলকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও আত্মবিশ্বাসী বাংলাদেশের চেহারাই দেখেছে পুরো ক্রিকেট বিশ্ব। আর গতকাল ( মঙ্গলবার) ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় তো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুন।

বাংলাদেশ দলের এই জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। বিশ্ব সেরা এই অলরাউন্ডারের সাথে পার্শ্ব চরিত্রে ছিলেন বিশ্বকাপের আসরে নিজের অভিষেক ম্যাচ খেলা লিটন কুমার দাস। টাইগারদের এমন জয়ের পর সাবেক ভারতীয় দুই গ্রেট ভিভিএস লক্ষ্মণ এবং সৌরভ গাঙ্গুলি প্রশংসায় ভাসান পুরো দলকে।

লক্ষ্মণ তার ব্যক্তিগিত টুইটারে একটি পোস্টে লেখেন, ‘অভিনন্দন বাংলাদেশ জয়ের জন্য। বড় লক্ষ্য যেভাবে তাড়া করেছে এটা দেখে অবাকই হয়েছি আমি। টানা দুই শতক হাকানো সাকিব দায়িত্ব নিয়ে খেলেছেন। তবে লিটন দাসের ব্যাটিং আমাকে অভিভূত করেছে।’

অন্যদিকে সাবেক ভারতীয় কাপ্তান সৌরভ গাঙ্গুলি তার টুইটারে একটি পোস্টে লেখেন, ‘বাংলাদেশ ভালো খেলেছে। দলের অনেক ক্রিকেটারের পারফর্ম করতে দেখে ভালো লাগছে। এভাবেই খেলতে থাকো সাকিব আল হসান।’ 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »