https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলকে নিয়ে খোঁচাখুঁচির অভ্যাসটা বেশ ভালোই রয়েছে ভারতের সাবেক ব্যাটসম্যান বিরেন্দ্র শেবাগের। বিশ্বকাপের আসর শুরুর আগেও টাইগারদের নিয়ে কটাক্ষ করার সমালোচিত হয়েছিলেন শেবাগ। তবে বাংলাদেশ দলকে হেয় করার জবাবটা যে একেবারে চোখেমুখে পেয়েছেন সেটি বুঝা গেল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জয় পাবার পর।
বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত জয় পাবার পর বিরেন্দ্র শেবাগ তার সত্যায়িত টুইট অ্যাকাউন্টে একটি টুইটের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান।
শেবাগ লিখেন, ‘অভিনন্দন বাংলাদেশ টাইগার। খুব ভালো খেলেছো। জয়টা তোমাদের প্রাপ্য।’
Congratulations @BCBtigers .
Khoob badhiya khele. Well deserved victory #SAvBAN— Virender Sehwag (@virendersehwag) June 2, 2019
এদিকে ভারতীয় এই ব্যাটসম্যানের পাশাপাশি আরেক সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার। তিনি তার টুইটারে লেখেন, ‘কী নিখাদ পারফরম্যান্স বাংলাদেশের থেকে। দেখা যাজ বোলাররা ৩৩০ রানের মধ্যে বোলাররা কীভাবে জয় ছিনিয়ে আনে।’
What a solid performance by Bangladesh. Lets see how the bowlers defend 330. Laga dia phainta. #Phainta #CWC19 #SAvBAN
— Shoaib Akhtar (@shoaib100mph) June 2, 2019