বাংলাদেশের পর ভারতেও সাক্ষাৎকার দিচ্ছেন হেসন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আগামী বুধবার বাংলাদেশের হেড কোচ হবার জন্য সাক্ষাৎকার দিতে আসছেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। তবে বাংলাদেশে সাক্ষাৎকার দিয়েই ফিরে যাচ্ছেন না তিনি। বিসিবিতে সাক্ষাৎকার শেষে ভারতের কোচ হবার জন্যও সাক্ষাৎকার দিতে যাচ্ছেন হেসন।

বাংলাদেশ দলের হেড কোচের আসন শূন্য হবার পর কোচ নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। যেখানে আবেদন করেছেন মাইক হেসন। এদিকে বিশ্বকাপের পর কোচ বরখাস্তের হিরিকে যোগ দিয়েছিল ভারতও। ফলে নিজের স্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছেন রবি শাস্ত্রী।

শাস্ত্রীর উত্তরসূরি খোঁজার লক্ষ্যেই মূলত নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে ভারত। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই বোর্ডে আব্দন পত্র জমা পএছিল দুই হাজারেরও বেশি সেখান থেকে বেছে নেয়া হয়ছে ছয়জনকে। সেখানে নাম রয়েছে মাইক হেসনেরও। আগামী ১৩-১৪ আগস্ট কোচদের সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হবে।

হেসন ছাড়া বাকি পাঁচজন হলেন- টম মুডি, রবিন সিং, লালচাঁদ রাজপুত, ফিল সিমন্স ও রবি শাস্ত্রী।

সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে প্রধান করে বিসিসিআই থেকে গঠন করা কমিটিই নির্বাচন করে দিবে কে হতে যাচ্ছেন কোহলিদের গুরু।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »