নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার ম্যাচটি জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে মাশরাফি বিন মর্তুজার দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ফিফটি এবং তাদের রেকর্ড জুটির পর মাহমুদউল্লাহর শেষের ঝড়ে ৩৩০ রানের বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জিততে হলে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। তবে বাংলাদেশের বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে পেরে ওঠেনি প্রোটিয়ারা। ২১ রানের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা হারল তাদের প্রথম দুই ম্যাচেই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩০/৬ (তামিম ১৬, সৌম্য ৪২, সাকিব ৭৫, মুশফিক ৭৮, মিথুন ২১, মাহমুদউল্লাহ ৪৬*, মোসাদ্দেক ২৬, মিরাজ ৫*;
এনগিডি ০/৩৪, ০/৫৭, ফিকোয়াও ২/৫২, মরিস ২/৭৩, মার্করাম ০/৩৮, তাহির ২/৫৭, ডুমিনি ০/১০)।
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০৯/৮ (ডি কক ২৩, মার্করাম ৪৫, ডু প্লেসি ৬২, মিলার ৩৮, ডুসেন ৪১, ডুমিনি ৪৫, ফিকোয়াও ৮, মরিস ১০, রাবাদা ১৩*, তাহির ১০*;
মুস্তাফিজ ৩/৬৭, মিরাজ ১/৪৪, সাইফউদ্দিন ২/৫৭, সাকিব ১/৫০, মাশরাফি ০/৪৯, মোসাদ্দেক ০/৩৮)
ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।