বাংলাদেশের তিন ম্যাচ সহ বিশ্বকাপের সূচি পরিবর্তন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে এবারের বিশ্বকাপের সূচি প্রকাশ করে আইসিসি। সূচি প্রকাশ্রে পর থেকেই একাধিক ম্যাচের সূচি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। শোনা যাচ্ছিল, শেষ দিকে এসে সূচি পরিবর্তন করতে ইচ্ছুক আয়োজক ভারত এবং আইসিসি। অবশেষে সেই সূচিতে পরিবর্তনি এনেছে আইসিসি। বাংলাদেশের ৩টি ম্যাচ সহ বিশ্বকাপের মোট ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত সূটি অনুযায়ী ১৪ অক্টোবর চেন্নাইতে দিবা-রাত্রির বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি পরিবর্তন করে একদিন এগিয়ে ১৩ অক্টোবর করা হয়েছে। ১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির তারিখ পরিবর্তন করা হয়নি। শুধু মাত্র সময় পরিবর্তন করে দিবা-রাত্রির জায়গায় দিনের আলোয় করায় হয়েছে। আর ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি একদিন এগিয়ে ১১ নভেম্বর করা হয়েছে।

বিশ্বকাপ সূচি সবচেয়ে বেশি আলোচনায় ছিল ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। ম্যাচটি একদিন এগিয়ে আনা হয়েছে সেই ম্যাচ। এছাড়া কলকাতা পুলিশের অনুরোধে ১২ নভেম্বরের পাকিস্তান এবং ইংল্যান্ডের ম্যাচটি একদিন এগিয়ে ১১ নভেম্বর করায় হয়েছে। কালীপূজার কারণে দিনক্ষণ পরিবর্তনের অনুরোধ করেছিল কলকাতা পুলিশ এবং পশ্চিমবাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন।

এছাড়াও ভারতের বিপিক্ষে ম্যাচের আগে পাকিস্তান দলকে পর্যাপ্ত বিশ্রামের জন্য পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি এগিয়ে ১০ অক্টোবর করা হয়েছে। সবগুলো ম্যাচের দিন ও সময় পরিবর্তন করা হলেও ভেন্যু পরিবর্তন করা হয়নি। নয় ম্যাচের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ডের ৩টি ম্যাচের, অস্ট্রেলিয়া ও ভারতের ২টি ম্যাচ এবং একটি করে পরিবর্তন পেয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »