বাংলাদেশের কাছে হেরে কী হয়েছিল ইংল্যান্ডের?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সময়টা এখন থেকে চার বচর আগে। ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। রুবেল হুসেনের সেই ইয়র্কার ডেলিভারিটাই ইংলিশদের ছিটকে দিয়েছল বিশ্বকাপের আসর থেকে।

চরম ব্যর্থতার পরিচয় দেয়া মরগান তখনও ছিলেন সেই দলটির অধিনায়ক। কিন্তু ব্যর্থতার দায়ে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়নি। বরং তার উপরে আস্থা রেখে নতুন উদ্যমে শুরু করেছিল ইংলিশরা।

চার ক্যালেন্ডার ঘুরে এবারের বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে ইংল্যান্ড। তবে এবার ঘরের মাঠে ২৭ বছর পর ফাইনালে খেলবে ইংলিশরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি ফাইনালে জয় লাভ করে ইয়ন মরগান রোমন্থন করলেন সেই ২০১৫ বিশ্বকাপের স্মৃতি।

মরগান বলেন, ‘এটা বলছে গত চার বছরে আমরা কতদূর এগিয়েছি। ২০১৫ বিশ্বকাপে বাদ পরার পর কেউ আমাকে এটা বললে (বিশ্বকাপের ফাইনালে যাওয়ার কথা) তাহলে আমকি বিশ্বাস করতাম না।’

‘এবারের ফাইনাল আমাদের জন্য বড় একটি সুযোগ। গত বিশ্বকাপে আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় আছি! নাটকীয় উন্নতি হয়েছে। এটা ড্রেসিংরুমের অবদান।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »