বাংলাদেশের কাছে উড়ে গেল ইংল্যান্ড

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ইংল্যান্ডে অনুষ্ঠিত যুবদের ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলকে বাংলাদেশের যুবারা হারিয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে।

উরচেস্টারে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের যুবারা শুরুটা মোটামুটি ভালো করলেও দলীয় ৪৯ রানে প্রথম উইকেটের পতন হয়। ওপেনার ডিআর মুসলের ব্যাট থেকে ২০ এবং এবং ক্লার্কের ব্যাট থেকে আসে ২৭ রান। মিডল অর্ডারে বাকি ব্যাটসম্যনরা ব্যর্থ হলেও লুইস গোল্ডসওয়ার্থি অপরাজিত থাকেন ৬৯ রানে। তাছাড়া নোয়ার অর্ডারে আলড্রিজের ব্যাট থেকেও আসে ৫৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের সংগ্রহ দাঁড়ায় ২০০ রান।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটলেও মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের যুবারা। জয় ব্যক্তিগত ৩৬ রানে প্যাভিলিয়নের পথ ধরলেও তৌহিদের ব্যাট থেকে আসে ৭০ রান। শেষের দিকে শাহাদাতের ৫৭ রানে ভর করে ইনিংসের ৭১ বল বাকি থাকতেই ৬ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ অনুর্ধ-১৯ দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »